দুর্গাপূজা আর তাহেরপুরের কংস নারায়ণের ইতিহাস!
বঙ্গাব্দ আনুমানিক -৮৮৭,ইংরাজি ১৪৮০সাল৷আজ থেকে ছয়শত বছর আগের কথা৷ বর্তমান রাজশাহী জেলার বাগমারা উপজেলার "তাহিরপুর"-বা তাহেরপুরে সর্বজনীন এবং সার্বজনীন দুর্গা উৎসবের সূচনা৷জনশ্রুতি আছে ভারতীয় উপমহাদেশে শরৎকালীণ দুর্গা পুজোর সূচনা এখান থেকে৷আজ যা হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ আনন্দানুষ্ঠান৷ সার্বজনীন -কারণ "শ্রেষ্ঠ" উৎসব৷ সকলের জন্যেও,তাই "সর্বজনীন" উৎসব। আর এই দুইএর সমন্বয় করেছিলেন-তাহেরপুরের রাজা "কংস নারায়ণ রায়"!চট্টগ্রামে মগ জল দস্যুদের পরাস্ত করে তিনি সম্রাট আকবরের কাছ থেকে "রাজা"উপাধি লাভ করেন৷অস্থায়ী দেওয়ান নিযুক্ত হন সুবে বাংলার! এই সময়েই তিনি রাজ -পুরোহিত রমেশ শাস্ত্রীর পরামর্শ মতন দুর্গা পূজার আয়োজন করেন৷ তখনকার হিসাবে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে আধুনিক শারদীয় উৎসবটি হয়েছিল বারনই নদের পূর্ব তীরে রামরামা গ্রামের দুর্গামন্দিরে- যেখানে ছিল অষ্ট ধাতুর দুর্গা মূর্তি৷ সেই পূজার নিয়ম নীতিই আজও বাঙালির সর্বজনীন দুর্গোৎসবে অনুসৃত হয়ে আসছে৷বরেন্দ্র ভূমির মাটি,তাই ধর্মীয় জনের কাছে তাই অতি পবিত্র৷ কংস নারায়ণের পরবর্তী চতুর্থ পুরুষ লক্ষ্ম...